১। ভূমি উন্নয়ন কর আদায়।
২। সরকারী খাস ভূমির হেফাজতকরন।
৩। ভূমিহীনদের কৃষি খাস জমি বন্দোবস্ত।
৪। নামজারীর প্রস্তাব দেয়া।
৫। অফিসে হালনাগাদ ভূমি রেকর্ড সংরক্ষন করা।
৬। প্রযোজ্য ক্ষেত্রে হাট বাজার হতে খাস আদায় করা।
চাঁদপুর জেলার অন্তর্গত মতলব উত্তর উপজেলার একটি আদর্শ ইউনিয়ন। এই ইউনিয়নের আয়তন ৮৬৯৭ একর। বাংলাদেশের দুটো প্রধান নদী পদ্মা ও মেঘনা এই ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত। মেঘনা নদীই মোহনপুর ইউনিয়নকে দু-ভাগে বিভক্ত করেছে, মোহনপুর ইউনিয়নের জনসংখ্যা ২১১৮৩ (পুরুষ ১১২৯১ জন এবং মহিলা ৯৮৯২ জন)। সর্বমোট পরিবারের সংখ্যা ৩৩৭১। এই ইউনিয়নের লোকজন খুবই শান্তিপ্রিয়। বিভিন্ন ধর্ম, পেশা ও সংস্কৃতির মানুষ একসংগে বাস করে। মোহনপুরে ১০০% সেনিটেশন ব্যবস্থা আছে। এই ইউনিয়নে অনেক কৃতি সন্তান জন্মগ্রহন করেছে যারা বিভিন্ন সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠাণে কর্মরত আছেন। এই ইউনিয়নের লোকজন খুবই সরল। এ কথা বলতে দিধা নেই যে, মোহনপুর বাংলাদেশের একটি আদর্শ ইউনিয়ন
৭। সরকারি জলমহাল গুলি রক্ষনাবেক্ষন করা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS