এক নজরে
কালের সাক্ষী বহনকারী মেঘনার তীরে গড়ে উঠা মতলব উত্তর উপজেলার একটি ঐতিহ্যবাহী ইউনিয়ন ০৭ নং মোহনপুর ইউনিয়ন। কালের পরিক্রমায় আজ মোহনপুর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি খেলাধুলা, ধর্মীয় অনুষ্ঠান সহ বিভিন্ন ক্ষেএে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জল। অত্র ইউনিয়নের আয়তন ২৯.২০ বর্গ কিলোমিটার ।
১৩টি গ্রামের সমন্নয়ে এই ইউনিয়নটি গঠিত। গ্রাম সমূহ : ১) মোহনপুর ২) কুমারখোলা ৩) মোহাম্মদপুর ৪) মুদাফর ৫) ফতুয়াকান্দি ৬) বাহেরচর ৭) চরওয়েভষ্টার ৮) বাহাদুরপুর ৯) আইঠাদী মাথাভাঙ্গা ১০) মাথাভাঙ্গা বালুচর ১১) কামালাদী মাথাভাঙ্গা ১২) পাঁচানী ১৩ ) দেওয়ানকান্দি । সাংগঠনিক কাঠামার দিক হতে ৯টি ওয়ার্ডে ভাগ করা হয়েছে । মুসলমান, হিন্দু, বোদ্ধ সহ বিভিন্ন ধর্মের লোক এখানে বসবাস করছে। ২০১১ সালের আদমশুমারীর তথ্য অনুযায়ী এই ইউনিয়নের লোকসংখ্যা ১৯২০৮ জন ।
যেখানে পুরুষ রয়েছে ৯৭১৭ জন এবং মহিলা রয়েছে ৯৪৯১ জন। এই ইউনিয়নটি ভৌগলিক আবস্থানের দিক থেকে দক্ষিণ দিকে এখলাছপুর ইউনিয়ান, উত্তর দিকে কলাকান্দা ইউনিয়ন, পশ্চিম দিকে মেঘনা নদী প্রবাহিত এবং পূর্ব দিকে কলাকান্দা ও গজরা ইউনিয়ন ইউনিয়ন দ্বারা ব্যষ্টিত। অত্র ইউনিয়নের শিক্ষার হার- ৭১%, জন্মনিবন্ধন-৮৫%, স্যানিটেশন- ৮২% । এই ইউনিয়নের অধিকাংশ লোক জেলে ও কৃষিকাজের সাথে জড়িত। এছাড়াও রয়েছে চাকুরিজীবি, প্রবাসী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার লোকজন।
০১) নাম ঃ ০৭ নং মোহনপুর ইউনিয়ন পরিষদ।
০২) আয়তন ঃ ২৯.২০ কিঃ মিঃ (প্রায়)।
০৩) লোক সংখ্যা ঃ ১৯২০৮ জন।
ক) পুরুষ-৯৭১৭ জন খ) মহিলা -৯৪৯১ জন
০৪) মোট ভোটার সংখ্যা ঃ ১৫,৫৩৫ জন ।
ক) পুরুষঃ ৮০৩০ জন, খ) মহিলাঃ ৭৫০৫ জন ( ১৮/০৯/২০২০ ইং পযর্ন্ত )
০৫) খানার সংখ্যা ঃ ৪২৪৯ টি
০৬) গ্রামের সংখ্যা ঃ ১৩ (পনের)।
০৭) মৌজার সংখ্যা ঃ ০৫টি।
০৮) হাট বাজার সংখ্যা ঃ ০৫ টি।
০৯) উপজেলা থেকে যোগাযোগের মাধ্যমঃ রিক্সা, অটোরিক্সা , সিএনজি , লেগুনা ও হোন্ডা
১০) শিক্ষার সংক্রান্ত ঃ ক. সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ১২ টি।
খ. বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় - (কেজি স্কুল ) - ০৪ টি।
গ. উচ্চ বিদ্যালয়ঃ ০৩ টি।
ঘ. কলেজঃ ০১ টি। (আলী আহম্মদ মহাবিদ্যালয় )
ঙ. মাদ্রাসাঃ ০৭ টি ( দুইটি মহিলা মাদ্রাসাসহ )
১১) স্বাস্থ্য ঃ ক. ইউনিয়ন পরিবার পরিকল্পনা ক্লিনিকঃ ০১ টি।
খ. কমিউনিটি ক্লিনিকঃ ০১ টি।
১২) দায়িত্বরত চেয়ারম্যান ঃ জনাব সামছুল হক চৌধুরী বাবুল ।
১৩) গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান ঃ মোহনপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির ।
১৪) ঐতিহাসিক পর্যটন কেন্দ্র ঃ মোহনপুর পর্যটন কেন্দ্র লিমিটেড
১৫) ইউ, পি ভবন স্থাপন কাল ঃ মে-২০০৯ খৃষ্টাব্দ।
১৬) নব গঠিত পরিষদের বিবরন ঃ ক. শপথ গ্রহনের তারিখঃ ১২/০৭/২০১৬।
খ. প্রথম সভার তারিখঃ ০৪/০৮/২০১৬
গ. মেয়াদ উর্ত্তীনের তারিখঃ ০৩/০৮/২০২১।
১৭) ইউনিয়ন পরিষদ এর জনবল ঃ ক. নির্বাচিত পরিষদ সদস্যঃ ১৩ জন।
খ. পরিষদ সচিবঃ ০১ জন।
গ. পরিষদ গ্রাম পুলিশঃ ০৮ জন।
১৮) গ্রাম সমুহের নাম ঃ মোহনপুর, কুমারখোলা, মোহাম্মদপুর, মুদাফর, ফতুয়াকান্দি, বাহেরচর, চরওয়েভষ্টার, বাহাদুরপুর, আইঠাদী মাথাভাঙ্গা, মাথাভাঙ্গা বালুচর,কামালদী মাথাভাঙ্গা , উত্তর পাঁচানী, দেওয়ানকান্দি ।
১৯) মৌজার নাম ঃ ০৭ টি - মোহনপুর, বাহেরচর,চারআনি দিয়ারা, চরসুগন্ধী,চরওয়েভষ্টার,দিয়ারা বোরচর, আইঠাদী ।
২০) ব্যাংকের সংখ্যা ঃ ০৪ টি
২১ ) এনজিও প্রতিষ্ঠান ঃ ০২ টি
২২ ) লঞ্চ ঘাট ঃ ০১টি
২৩ ) বিদ্যাশ্রম নির্মানাধীন ঃ ০১
২৪ ) সাব রেজিষিট্র অফিস ঃ ০১
২৫ ) দুগ্ধ শীতলীকরণ ” ০১ টি
২৬ )ইকোনমিক জোন প্রস্তাবিত “-০১
২৭ ) পুলিশ ফাঁড়ি -০২ টি ( প্রস্তাবিত -০১ টি )
২৮) মা ও শিশু হাসপাতাল -০১ টি ( নির্মানাধীন )
২৯) আশ্রয়ন প্রকল্প /গুচ্ছ গ্রাম -০৪ টি
৩০ ) ফ্লাড সেন্টার -০৪ টি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস